মোবাইলে অজান্তে কারও কথা রেকর্ড করা

মোবাইলে কারো কথা রেকর্ড করা ।
প্রশ্ন: আমরা অনেক সময় দেখি , মোবাইলে কারও সঙ্গে কথা বলার সময় তার অজান্তে তার কথা রেকর্ড করা হয় । আমার জানার বিষয় হল , এভাবে তার অজান্তে কি কারো কথা রেকর্ড করা শরীয়ত সম্মত?

 উত্তর: অনুমতি ব্যতীত মোবাইলে কারো কথা রেকর্ড করা জায়েজ নাই ।  কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মজলিসের কথাবার্তা  আমানত ।  আর মোবাইলে রেকর্ড করার দ্বারা এটা আমানত থাকে না বরং তা অন্যের নিকট পৌঁছে যায় । এজন্য অনুমতি ব্যতীত কারও কথা রেকর্ড করা যাবে না ।

সূত্র:
সুনানে তিরমিযী ,
কিতাবুন নাওয়াযেল:17/85

0 Comments