2020 সালের বিশ্ব ইজতেমার দিন -তারিখ নির্ধারিত হলো

বিশ্ব ইজতেমা

প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে তাবলিগী আলমী শুরার অধিনে বিশ্ব ইজতিমা ৷ 2020 সালের এই ইজতিমার দিন তারিখ নির্ধারিত হয়েছে 10, 11, 12 জানুয়ারি 2020 ৷ 

1967 সাল হতে ঢাকার তুরাগ নদীর তীরে সু শৃংখলভাবে অনুষ্ঠিত হয়ে আসছে মুসলমানদের এই ইজতিমা ৷ কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় হলো, যুগ ধরে চলে আসা মুসলমানদের এই দ্বিতীয় বৃহত্তম জমায়েতকে  নস্যাৎ করার জন্য এক শ্রেণীর লোক উঠে পড়ে লাগে ৷ শুরু হয় তাদের মিশন ৷ প্রথমে সাআদ নামক এক  ব্যক্তিকে পরিকল্পিতভাবে অনাকাঙ্খিত আমির বানানো হয়৷

আমির হওয়ার কিছুদিন যাওয়ার পর সে যাদের মাধ্যমে দ্বীন এসেছে,  এই দাওয়াত ও তাবলীগ এসেছে তাদের বিরোধিতার পথ অবলম্বন করে ৷ বিভিন্ন বয়ানে অত্যান্ত সু কৌশলে উলামা বিরোধী বক্তব্য প্রদান করেন ৷ ওলামায়ে কেরোম তাকে বার বার সতর্ক করা সত্ত্বেও যখন সে সতর্ক হলোনা ৷ ফলে ওলামায়ে কেরাম তার বিভ্রান্তি মূলক বক্তব্য প্রত্যাহার না করার ফলে তাকে ভ্রান্ত ফতোয়া দিতে বাধ্য হন ৷ এবং তার বয়ানে ক্রমান্বয়ে বিভ্রান্তি প্রকাশ পাওয়ায় তাকে বয়কট করেন ৷ তার অনুস্বরণ শরীয়তের দৃষ্টিতে না -জায়েয হয়ে যায় ৷ নিষিদ্ধ করা হয় তাকে বাংলাদেশের ইজতিমায় আসতে৷ যারা হক সন্ধানী তারা তার থেকে সরে আসে ৷ কিন্তু এক শ্রেণীর কিছু লোক  তার অনুস্বরনে রয়ে যায় ৷ তার অন্ধ ভালোবাসায় মগ্ন হয়ে দ্বীনকে বিসর্জন দিয়ে হলেও তাকে ইজতেমায় নিয়ে আসে ৷

শুরু হয় রক্তপাত ৷ শহিদ করা হয় তাবলীগিদেরকে ৷ রচিত হয় টঙ্গী ট্রাজেডি৷ যেটা ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় ৷  সাআদকে মহব্বত করতে গিয়ে পরিকল্পিতভাবে মারা হয় নিরীহ নিরস্ত্র মাদরাসা ছাত্রদেরকে, তাবলিগীদেরকে , দ্বীন সন্ধানু নিরীহ মুসলমানদেরকে ৷ হামলা করা হয় তাবলীগের মার্কাজ কাকরাইল মসজিদসহ বিভিন্ন মসজিদে ৷ এভাবে হামলাকারীরা নতুন এক ফিরকা হিসাবে আত্বপ্রকাশ করে ৷ যাদের নাম হয় ফেরকায়ে সাদিয়ানি বা এতায়াতী ৷ চলতে থাকে তাবলিগী এবং সাদিয়ানিদের দ্বন্ধ ৷ এবং বর্তমানেও চলমান ৷ চলমান এই সংকট নিরসনের উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ে এক জরুরী বৈঠক হয় ৷ সেখানে ইজতিমা বিষয়ক আলোচনা হয় এবং এ সিদ্ধান্ত গৃহিত হয় যে, 2020 সালের ইজতেমা অনুষ্ঠিত হবে 10, 11, 12 জানুয়ারী ৷ আর এই ইজতিমা আলমী শুরার অধিনে এই তারিখেই অনুষ্ঠিত হবে ৷ ভিন্ন কোন পর্বে তাবলীগের আলমী শুরার ইজতেমা হবেনা ৷ 
এই তারিখেই ওলামা হযরত এবং তাবলীগের সকল লোকের ইজতিমা হবে ৷ এই তারিখেই অংশ গ্রহণ করবেন সারা বিশ্বের আলেম -ওলামা, তাবলীগের মুরব্বীসহ ধর্মপ্রান মুসলমানগন ৷ শুধুমাত্র এক শ্রেণীর লোকের ভাগ্যে এই ইজতেমা জুটবেনা যাদেরকে বলা হয় ফেরকায়ে সাদিয়ানী (এতায়াতী) বা অন্ধ অনুসারী ৷ আর কারও  অনুস্বরন নয় সর্বজন স্বীকৃত পথ ভ্রষ্ট মৌ লোভি সাআদের অনুস্বরন ৷ যিনি যুগ যুগ ধরে চলে আসা মাকবুল জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন ৷ অথচ হাদিসে এসেছে; রাসুল সা: এরশাদ করেছেন: যে ব্যক্তি দল থেকে বিচ্ছিন্ন হয় সে  বিচ্ছিন্ন হয়ে জাহান্নামে গেল ৷ 
তবে যদি সাদিয়ানিরা (এতায়াতীরা)  স্বতন্ত্রভাবে দল থেকে বিচ্ছিন্ন হয়ে কিছু মানুষ জড়ো হয় সেটা ভিন্ন কথা ৷ উল্লেখ্য: স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে এটিও সিদ্ধান্ত হয়েছে যে, বিতর্কিত মৌ লোভি সাআদ সাহেব এবছর বাংলাদেশে আসতে পারবেনা ৷

0 Comments