কুরআনে কারীমের মতন উল্লেখ করা ব্যতিত শুধু অনুবাদ প্রচার করা যাবে কি ?



কুরআনে কারীমের মতন উল্লেখ করা ব্যতিত শুধু অনুবাদ প্রচার করা যাবে কি ?
প্রশ্ন : মুহতারাম , আমি একট বিষয় জানতে চাচ্ছি , তাহলো কুরনের আয়াত উল্লেখ না করে যেকোন ভাষায়  কুরআন শরীফের শুধুমাত্র অনুবাদ ছাপানো জায়েয আছে কি – না ? যদি ছাপানো না জায়েয হয়ে থাকে তাহলে ঐ কুরন শরীফ খরিদ করা , কাওকে হাদিয়া দেওয়ার হুকুম কি  ? আর যদি তা ছাপানো জায়েয হয়ে থাকে তাহলে ঐ কুরআন শরীফ ওযু ছাড়া ধরা  যাবে কি ?
উত্তর : প্রয়োজনের কারনে দু –এক আয়াত আরবি উল্লেখ না করে অনুবাদ করে প্রচার করা কোন সমস্যা নেই । কিন্তু সম্পুর্ন কুরআন বাদ দিয়ে শুধুমাত্র তরজমা লেখা জায়েয নেই ।
না – জায়েয হওয়ার কয়েকটি কারন রয়েছে :
(1) যখন প্রত্যেক ভাষায় ভিন্ন ভিন্ন ভাবে শুধুমাত্র তরজমা করা হবে তখন মূল কুরআন থেকে জনগনের ভ্রুক্ষেপ উঠে যাবে ; ফলে উম্মতের ঐক্য বহাল থাকবেনা ।
(2)কুরন শরীফের অর্থ বিকৃত হওয়ার ধারা এমনভাবে চালু হবে যে তা বন্ধ করাই সম্ভব হবেনা । কেননা প্রত্যেক অনুবাদকই নিজের কৃত তরজমাকে মূল সাব্যস্থ করবে ।
(3)কিছুদিন অতিবাহিত হওয়ার পর ঐ অনুবাদকেই মূল কুরনের মত করবে ।
সুতরাং ওলামায়ে কেরামের সম্মত রায় হলো , মতন ব্যতিত শুধুমাত্র কুরআনের তরজমা ছাপা জায়েয নেই । ‍

সূত্র : জাওয়াহেরুল ফিকহ : 2/108
কেফায়া : শরহে হেদায়া
কিতাবুন নাওয়াযেল : 15/48

সমাধানে :
মুহা: হুসাইন আহমাদ
ইফতা সমাপন :
জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া , যাত্রাবাড়ি , ঢাকা ।

1 Comments

একটি মন্তব্য পোস্ট করুন